পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় মোদি

প্রকাশ : ২১ মে ২০১৮, ১৭:৩৪

সাহস ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া সফরের উদ্দেশ্যে নয়াদিল্লী ত্যাগ করেছেন। সোমবার (২১ মে) সকালে তিনি রাশিয়ার উদ্দেশ্যে নয়াদিল্লী ত্যাগ করেছেন। সফরকালে তিনি কোচিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করবেন।

এ ব্যাপারে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, পুতিনের আমন্ত্রণে মোদি রাশিয়া সফর করছেন। এ সফরে দুই নেতা বিদ্যমান দ্বি পাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বায়িক নানা বিষয় নিয়ে আলোচনা করবেন।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সভায় দুই নেতার মধ্যে দুই দেশের মধ্যকার দীর্ঘ মেয়াদি সম্পর্ক শক্তিশালীকরণ ও আন্তর্জাতিক বিদ্যমান বিষয়বলী নিয়ে আলোচনা হবে। দুই দেশের উচ্চ পর্যায়ের নেতৃত্বের মধ্যকার এ অনানুষ্ঠানিক আলোচনা একটি ঐতিহ্যগত নিয়মিত মতবিনিময়।

সাহস২৪.কম/তানভীর/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত