নিউইয়র্কে নিষিদ্ধ হচ্ছে ‘প্লাস্টিক স্ট্র’

প্রকাশ : ২৪ মে ২০১৮, ১৫:১৯

সাহস ডেস্ক

খাবার ও পানীয় গ্রহণে ব্যবহৃত প্লাস্টিক স্ট্র এবং এ ধরনের সকল উপকরণ ব্যবহার নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ।

বুধবার ডেমোক্রেটিক সিটি কাউন্সিল সদস্য রাফায়েল এস্পিনাল এ বিষয়ে একটি বিল উত্থাপন করেছেন।

এতে বলা হয়, শহরের সব রেস্টুরেন্ট, কফিশপ, বার ও খাবারের দোকানে ওয়ানটাইম স্ট্র, চামচ, প্লেটসহ খাবারের সময় ব্যবহৃত প্লাস্টিক উপকরণ আর ব্যবহার করা যাবে না।

এ সবের বদলে কাগজের বা ধাতুর তৈরি উপকরণ ব্যবহার করতে হবে। তবে রোগী এবং প্রতিবন্ধীদের ব্যবহারের ক্ষেত্রে শিথিলতা থাকবে।

এর পরেও বাণিজ্যিক ব্যবহারে প্লাস্টিক সামগ্রী দেখা গেলে ১০০ ডলার জরিমানা করা হবে।

প্লাস্টিক সামগ্রী ব্যবহারের কারণে ক্রমাগত প্লাস্টিক বর্জ্য উৎপাদন এবং পরিবেশ দূষণে যুক্তরাষ্ট্রে বেশ উদ্বেগ দেখা দিয়েছে।

এস্পিনাল বলেন, প্রতিদিন যুক্তরাষ্ট্রে ৫০০ মিলিয়ন প্লাস্টিক স্ট্র ব্যবহার হচ্ছে। আর বছরে ১২ মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ফেলা হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য ও পরিবেশ বাঁচাতে প্লাস্টিক ব্যবহারের বিকল্প ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইতিমধ্যে মালিবু ও ক্যালিফোর্নিয়ায় খাবারের সময় ব্যবহৃত স্ট্র ও প্লাস্টিক চামচসহ ওয়ানটাইম বিভিন্ন উপকরণ ব্যবহার বাদ দেয়া হয়েছে। অন্যদিকে সিয়াটল ও মিয়ামি বিচে এসবের ব্যবহার বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত