কাশ্মীরে জলবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনে পাকিস্তানের বিরোধিতা

প্রকাশ : ২৪ মে ২০১৮, ১৬:০৫

সাহস ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে একটি বিতর্কিত জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এতে তাদের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হবে বলে এ প্রকল্পের বিরোধিতা করেছে পাকিস্তান। হিমালয় অঞ্চলে ভারত এ ৩৩০ মেগাওয়াটের কিশানগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প শুরু করেছিলো ২০০৯ সালে।

এ ব্যাপারে নরেন্দ্র মোদি বলেন, এই বিদ্যুৎ প্রকল্প দিয়েই কেবল কাশ্মীর আত্মনির্ভর হবে না দেশের অন্যান্য রাজ্যেও তা বিতরণ করা হবে। অতীতেও এ রাজ্যে আমরা ব্যাপক উন্নয়ন করেছি। তা সবাইকে মনে রাখতে হবে।

পাকিস্তান এ প্রকল্পের বিরোধিতা করে বলেছে, ইন্দাস ও তার শাখা নদীর পানি ভাগাভাগির ক্ষেত্রে ভারত বিশ্বব্যাংকের মধ্যস্থতায় করা চুক্তি লঙ্ঘন করেছে। কারণ পাকিস্তানের ৮০ শতাংশ সেচের পানি আসে এ নদী থেকে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা এ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের বিষয়ে মারাত্মকভাবে উদ্বিগ্ন।

এদিকে মোদির সফরের প্রতিবাদে কাশ্মীরে হরতাল পালিত হয়েছে। সারা দিন শ্রীনগরের দোকানপাট পুরোপুরি বন্ধ ছিল। রাস্তাঘাটে পুলিশ ছাড়া আর কাউকে দেখা যায়নি। তবে এদিন বিক্ষোভের আশঙ্কায় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।

মোদির সফরের প্রধান অনুষ্ঠানস্থল শ্রীনগরের ডাল লেইকে সারা দিনে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল।

সাহস২৪.কম/তানভীর/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত