পাকিস্তানে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

প্রকাশ : ২৭ মে ২০১৮, ১১:৪০

সাহস ডেস্ক

পাকিস্তানের সাধারণ নির্বাচন চলতি বছরের ২৫ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পাকিস্তান টেলিভিশন নেটওয়ার্ক (পিটিভি) ।

দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন নির্বাচন কমিশনের পেশ করা প্রস্তাব অনুমোদন করার পর শনিবার (২৬ মে) পিটিভি এ ঘোষণা দেয় বলে জানিয়েছে ডন ডটকম।

ডন জানিয়েছে, গত সপ্তাহের প্রথমদিকে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) ২০১৮ সালের সাধারণ নির্বাচন ২৫ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে কোনো একটি তারিখে অনুষ্ঠানের প্রস্তাব সম্বলিত একটি নথি প্রেসিডেন্ট মামনুনের কাছে পাঠিয়েছিল।

পাকিস্তানের নির্বাচনী আইন অনুযায়ী, নির্বাচন কমিশনের পরামর্শমতো নির্বাচনের তারিখ ঘোষণার এক্তিয়ার প্রেসিডেন্টের।

পাঁচ বছর মেয়াদি পাকিস্তানের জাতীয় পরিষদের মেয়াদ চলতি বছরের ৩১ মে শেষ হয়েছে। পাশাপাশি পাঞ্জাব প্রদেশিক পরিষদের মেয়াদও একই দিনে শেষ হয়েছে। অপরদিকে সিন্ধু, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের মেয়াদ চলতি মাসের ২৮ মে শেষ হবে।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত