ট্রাম্পের সাথে বৈঠক বাতিল হয়নি: কিম

প্রকাশ : ২৭ মে ২০১৮, ১২:৪৬

সাহস ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সিঙ্গাপুরে তার বৈঠক হবে বলে দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। যদিও বৃহস্পতিবার ট্রাম্প এ বৈঠক বাতিলের ঘোষণা দেন। তবে শনিবার (২৬ মে) রাতে কিম জং উন ১২ জুন অনুষ্ঠেয় আলোচনা বাতিল হয়নি জানান।

এদিকে বার্তা সংস্থা কেসিএনএ জানায়, উত্তর ও দক্ষিণ কোরিয়া নেতারা ঘন ঘন বৈঠকের ব্যাপারে একমত হয়েছেন। গতকাল কিম জন উন ও দক্ষিণ  কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের মধ্যে আকস্মিক বৈঠক হয়।

এ ব্যাপারে প্রেসিডেন্ট মুনের মুখপাত্র জানান, দুই নেতার মধ্যে দুই ঘণ্টার বৈঠকে খোলাখুলি কিছু বিষয়ে কথা হয়। এ নিয়ে তারা দ্বিতীয়বারের মতো বৈঠক করলো। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়ার প্রস্তাবিত বৈঠকই দুই নেতার আকস্মিক বৈঠকের কারণ।

কেসিএনএ জানায়, সিঙ্গাপুরে বৈঠক আয়োজনের জন্য কিম জন উন প্রেসিডেন্ট মুনকে ধন্যবাদ জানিয়েছেন।

এসময় এক বিবৃতিতে বলা হয়, আগামি শুক্রবার কিম ও মুন উচ্চ পর্যায়ের বৈঠকে আবারও মিলিত হবেন।

এদিকে শনিবার হোয়াইট হাউস জানায়, সম্ভাব্য বৈঠকের প্রস্তুতির জন্য চলতি সপ্তাহ শেষেই মার্কিন কর্মকর্তারা সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন।

সাহস২৪.কম/তানভীর/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত