পাকিস্তানে আফগান কূটনীতিকদের সতর্ক করে দিল গুগল

প্রকাশ : ২৭ মে ২০১৮, ১৩:২১

সাহস ডেস্ক

রাষ্ট্র সমর্থিক ডিজিটাল হ্যাকারদের কবলে পড়তে পারে বলে পাকিস্তানে আফগান কূটনীতিকদের সতর্ক করে দেয়া হয়েছে। হ্যাকাররা তাদের ইমেইল পাসোয়ার্ড চুরি করতে পারে বলেও জানানো হয়েছে।

আফগান দূতাবাসের দুটি সূত্র জানিয়েছে, তাদের দুই কর্মকর্তা ও তাদের নিয়ন্ত্রিত একটি একাউন্টকে এই হ্যাকারদের বিষয়ে চলতি মাসে সতর্ক করে দিয়েছে ওয়েব জায়ান্ট গুগল। এছাড়া আরেক কর্মকর্তার একাউন্ট থেকে সন্দেহভাজন সংযুক্তিসহ তার অজ্ঞাতসারে ইমেইল পাঠানো হয়েছে।

গত মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায় পাকিস্তান সেনাবাহিনীর সমালোচনাকারী একটিভিস্টদের ফোন এবং কম্পিউটারে ম্যালওয়ার ইনস্টল করে দেওয়ার চেষ্টা হয়েছিল। এই অভিযোগের বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী কোনও মন্তব্য করেনি। এরপরই আফগান কর্মকর্তারা তাদের হ্যাকিংয়ের কবলে পড়ার শঙ্কার কথা জানালেন।

গুগলের এই সতর্কতার পরে আরেক আফগান কূটনীতিকের ইমেইল একাউন্ট হ্যাক করে তার অজ্ঞাতসারেই সন্দেহজনক সংযুক্তি দিয়ে বিভিন্ন ঠিকানায় ইমেইল পাঠানো হয়েছে। পশতুন প্রটেশকন মুভমেন্ট (পিটিএম) এর  বিভিন্ন বিক্ষোভের ছবি সম্বলিত এসব ইমেইল পাঠানো হয়েছে।

সাহস২৪.কম/রনি/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত