১২ জুনই কিমের সঙ্গে বৈঠক: ট্রাম্প

প্রকাশ : ০২ জুন ২০১৮, ১২:৪৭

সাহস ডেস্ক

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে চলতি মাসের ১২ তারিখেই বৈঠক হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১ জুন) উত্তর কোরিয়ার উর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক শেষে এ কথা জানান ট্রাম্প।

এর আগে পিয়ংইয়ংয়ের প্রকাশ্য শত্রুতা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়াকে দায়ী করে সিঙ্গাপুরে প্রস্তাবিত বৈঠকটি বাতিল করেছিলেন তিনি। পরে উত্তর কোরিয়া বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহ দেখালে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়। তারই অংশ হিসেবে গত সপ্তহের শেষদিকে যুক্তরাষ্ট্রে আসেন কিমের ডানহাত খ্যাত কিম ইয়ং চোল।

শুক্রবার তার সঙ্গে বৈঠকের পরই মার্কিন প্রেসিডেন্ট আগের নির্ধারিত তারিখে কিমের সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করেন।

চোলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ১২ জুন সিঙ্গাপুরেই আমরা বৈঠক করবো। ঠিকঠাক মতোই সব হচ্ছে। আমরা তাদের জনগণ সম্বন্ধে ভালো করে জানতে পারবো।

বৈঠকে চোল কিমের একটি চিঠিও মার্কিন প্রেসিডেন্টের হাতে পৌঁছে দেন।

তাৎক্ষণিকভাবে ওই চিঠিকে খুবই কৌতুহল উদ্দীপক বললেও ট্রাম্প পরে জানান তিনি এখনো কিমের চিঠিটি খুলে দেখেননি।

সিঙ্গাপুরের বৈঠকে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি নিয়ে আলোচনার হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। ১৯৫০-৫৩ সাল পর্যন্ত চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর দুই কোরিয়ার মধ্যে যুদ্ধবিরতি চললেও কোনও শান্তিচুক্তি হয়নি।

সাহস২৪.কম/তানভীর/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত