ট্রাম্প-কিমের বৈঠক বসবে সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে

প্রকাশ : ০৬ জুন ২০১৮, ১১:২৮

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যে অনুষ্ঠেয় বহুল প্রত্যাশিত বৈঠকটি হবে সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে।

নানা মতবিরোধ ও প্রতিকূলতা পেরিয়ে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে ১২ জুনের (মঙ্গলবার) ঐতিহাসিক এ বৈঠক বসবে সেন্তোসা দ্বীপের বিলাসবহুল একটি হোটেলে।

বিষয়টি ওয়াশিংটনের প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউস নিশ্চত করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে। তবে বৈঠক নিয়ে বিস্তারিত আরও অনেক তথ্য এখনও নিশ্চিত করা যাচ্ছে না বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ স্যান্দার্স সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলেছেন, সেন্তোসা দ্বীপের পাঁচ তারকা ক্যাপেলো হোটেলে বসবে ট্রাম্প-কিমের শীর্ষ এ বৈঠক।ক্যাপেলো হোটেল। ছবি: সংগৃহীত এদিকে, ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং-উনের মধ্যে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে সিঙ্গাপুরের এ বৈঠক অধিবেশনটি।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মঙ্গলবারের বৈঠকটি খুব সুন্দরভাবে সফল করার জন্য অনেক পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, সিঙ্গাপুর সফরের আগে দুই দেশের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হচ্ছে। সেইসঙ্গে অনেক আলোচনাও চলছে।

ট্রাম্প এও বলেন, বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া দুই দেশের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যোগসূত্র স্থাপন হবে এই দিনটিতে। সেন্তোসা সিঙ্গাপুরের দক্ষিণে অবস্থিত। বিখ্যাত বিনোদনমূলক সমুদ্রাভিমুখ দ্বীপ এটি।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত