নাম পরিবর্তন চুক্তির বিরুদ্ধে হাজারও মেসিডোনিয়ানের বিক্ষোভ

প্রকাশ : ২৪ জুন ২০১৮, ১২:২৬

সাহস ডেস্ক

নাম পরিবর্তন চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজারও মেসিডোনিয়ান। এ সময় মেসিডোনিয়ার পতাকা উড়িয়ে গ্রিসের সঙ্গে নাম পরিবর্তন চুক্তি বাতিলের দাবিও জানান তারা।

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় দেশটির রাজধানী স্কোপিয়েতে পার্লামেন্ট ভবনের সামনের সড়কে এ বিক্ষোভ করেন তারা।

প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ফর মেসিডোনিয়ান ন্যাশনাল ইউনিটি (ভিএমআরও-ডিপিএমএনই) আয়োজিত এ কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন।  ‘আমরা নাম পরিবর্তন চাই না’ ব্যানার প্রদর্শন করেন প্রতিবাদকারীরা।

গ্রিসের উত্তরের দেশ মেসিডোনিয়া, যা সাবেক যুগোশ্লাভিয়া নামে পরিচিত। দেশটির বিপক্ষে ‘মেসিডোনিয়া’ নাম ব্যবহারের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।  গ্রিসের একটি প্রদেশের নামও ‘মেসিডোনিয়া’।

সাহস২৪.কম/রনি/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত