পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত

প্রকাশ : ১১ জুলাই ২০১৮, ১০:৫৩

সাহস ডেস্ক

পাকিস্তানের পেশোয়ারে এক রাজনৈতিক দলের সভায় আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন। এর মধ্যে নির্বাচনের এক প্রার্থী রয়েছেন।

আজ বুধবার রয়টার্সের এক খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার (১০ জুলাই) পেশোয়ারে তালেবানবিরোধী এক রাজনৈতিক দলের সভায় আত্মঘাতী হামলার এই ঘটনা ঘটে।

পেশোয়ার সিটি পুলিশের প্রধান জামিল কাজি বলেন, আওয়ামি ন্যাশনাল পার্টির (এএনপি) সভায় এ হামলার ঘটনা ঘটে। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।

টেলিভিশন ফুটেজে আহত ব্যক্তিদের নিয়ে উদ্ধারকারী ও পুলিশ সদস্যদের হাসপাতালে ছুটোছুটি করতে দেখা গেছে। ২০১৩ সালের নির্বাচনেও এএনপি তালেবান হামলার মূল লক্ষ্য ছিল। ওই সময় আত্মঘাতী হামলায় দলটির জ্যেষ্ঠ নেতা বশির বিলৌর নিহত হন। গতকালের হামলায় নিহত হন তার ছেলে হারুন বিলৌর। তিনি প্রাদেশিক পরিষদ নির্বাচনের প্রার্থী ছিলেন।

আফগান সীমান্তঘেঁষা পাকিস্তানের এ শহর অনেক দিন ধরেই ইসলামি জঙ্গিদের ঘাঁটি। গত মাসে মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানি তালেবানপ্রধান মোল্লা ফয়জুল্লাহ নিহত হন। ২০১৩ সালে এএনপির বিরুদ্ধে পরিচালিত বেশির ভাগ হামলার দায় তিনি স্বীকার করেছিলেন। ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে পরিচালিত সেনা অভিযানে এএনপির সমর্থন থাকায় দলটির প্রতি ক্ষোভ ছিল তালেবানের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত