ইন্দোনেশিয়ায় পুলিশের গুলিতে তিন জঙ্গি নিহত

প্রকাশ | ১৫ জুলাই ২০১৮, ১২:৪৮

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার ইয়োগিয়াকর্তা শহরে পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের কর্মকর্তাদের গুলিতে সন্দেহভাজন তিন জঙ্গি নিহত হয়েছেন। সন্দেহভাজনদের হামলায় দুই পুলিশ কর্মকর্তার হাত জখম হয়েছে। ঘটনাস্থল থেকে চারটি চাপাতি ও একটি রিভলভার জব্ধ করেছে পুলিশ।

শনিবার (১৪ জুলাই) জাভা দ্বীপের মধ্যাঞ্চলীয় শহরটিতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ, খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

ইন্দোনেশিয়া পুলিশের মুখপাত্র মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, পুলিশের ওই অভিজাত ইউনিটের সদস্যরা ‘ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের’ হামলার মুখে পড়ার পর সন্দেহভাজনদের গুলি করে। নিহত সন্দেহভাজনরা জেমাহ আনশারুত দৌলাহ (জেএডি) এর সদস্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রতি সহানুভূতিশীল ইন্দোনেশিয়ার কয়েকশ গোষ্ঠীর মধ্যে জেএডি অন্যতম। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসী তালিকায় জেএডি-র নাম আছে।