কুনানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে উদ্ধার হওয়া থাই কিশোররা

প্রকাশ : ১৬ জুলাই ২০১৮, ১৩:২০

সাহস ডেস্ক

উদ্ধার অভিযানে জীবন উৎসর্গকারী থাই নেভির সাবেক ডুবুরি সামারান কুনানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে উদ্ধার হওয়া কিশোররা। মানসিক চাপের বিবেচনায় কুনানের মৃত্যুর খবর এতোদিন গোপন রাখা হয়েছিল উদ্ধারকৃত থাই কিশোরদের কাছ থেকে।

শনিবার (১৪ জুলাই) প্রথমবারের মতো তাদেরকে জানানো হয়েছে সামারানের মৃত্যুর খবর। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তার মৃত্যুর খবরে শোকাচ্ছন্ন হয়ে কান্নায় ভেঙে পড়ে কিশোররা।

থাই স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ওই কিশোরদের শারীরিক ও মানসিক অবস্থা একটি শোকের খবর সহ্য করার মতো অনুকূল হওয়ার অপেক্ষায় ছিলেন চিকিৎসকরা। তারা শনিবার এসে কেবল মনে করেছেন, এখন কিশোরদের এই খবর দেওয়া হলে তা তারা সহ্য করতে পারবে।

থাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী সচিব জেডসাডা চকদামরংসুক দ্য গার্ডিয়ানকে বলেছেন, খবর শুনেই ‘প্রত্যেকে কান্নায় ভেঙে পড়ে। লেফটেন্যান্ট কমান্ডার সামারানের একটি চিত্রে তারা বিভিন্ন বার্তা লিখে সমবেদনা প্রকাশ করে এবং তাকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করে’। তাকে ধন্যবাদ জানিয়ে ‘ভালো মানুষ’ হয়ে ওঠার অঙ্গীকারও করে কিশোররা।

উল্লেখ্য, গত ২৩ জুন ফুটবল অনুশীলন শেষে ২৫ বছর বয়সী কোচসহ ওই ১২ কিশোর ফুটবলার থাম লুয়াং গুহাটির ভেতরে ঘুরতে গিয়েছিল। কিন্তু বৃষ্টিতে গুহার প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকা পড়ে। টানা ৯ দিন নিখোঁজ থাকার পর গত ২ জুলাই গুহার ভেতরে জীবিত অবস্থায় ১২ কিশোর ফুটবলারসহ তাদের কোচকে শনাক্ত করেন ডুবুরিরা।

থাই নৌবাহিনীর সাবেক সদস্য সামারান কুনান তাদের খোঁজে শুরু হওয়া অভিযানে অংশ নিয়েছিলেন ১ জুলাই। ৫ জুলাই (বৃহস্পতিবার) মধ্যরাতে অভিযান চলার সময় অক্সিজেন স্বল্পতায় পড়েন কুনান।

নেভিসিল কমান্ডার জানান, আটকেপড়া শিশুদের বের করে আনতে চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে গুহায় অক্সিজেনের ট্যাঙ্ক বসানো হচ্ছিলো। সেখানেই কাজ করছিলেন ৩৮ বছর বয়সী সামান কুনান। তবে অক্সিজেনের লাইন টানার সময় নিজেই অক্সিজেন স্বল্পতায় পড়ে অচেতন হয়ে পড়েন। শুক্রবারের প্রথম প্রহরেই তিনি মারা যান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত