মেক্সিকোতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন নিহত

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ১২:০১

অনলাইন ডেস্ক

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াক্সকা রাজ্যে দু’টি গ্রুপের মধ্যে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে এবং এখনো একজন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার স্থানীয় প্রসিকিউটররা একথা জানিয়েছেন। 

প্রসিকিউটরদের এক বিবৃতিতে বলা হয়, সোমবার ইয়াউতাপেক জেলায় একটি সম্প্রদায়ের ভূমি সমিতির সদস্যরা বিতর্কিত এ জমিতে গেলে প্রতিপক্ষ একটি গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালালে এ ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে দু’জন নারী রয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভূমি সংক্রান্ত এ বিরোধে জড়িত দু’টি সম্প্রদায়ের নাম হচ্ছে সান্তা মারিয়া ইকাতাপেক ও সান লুকাস ইক্সকোতাপেক।

প্রসিকিউটর রুবেন ভাসকোনসালোস টিভি নিউজ চ্যানেল মিলানিও’কে বলেন, নিহতদের সকলেই সান্তা মারিয়া ইকাতাপেক সম্প্রদায়ের সদস্য।
সূত্র: বাসস