আলবেনিয়ায় আট আত্মীয়কে গুলি করে হত্যা, যুবক পলাতক

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ১১:১১

অনলাইন ডেস্ক

আলবেনিয়ার রেসুলাই গ্রামে এক যুবক তার নয় আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। এদের মধ্য দুই শিশু রয়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার রাজধানী তিরানা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ২৪ বছর বয়সী ওই যুবক পলাতক রয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই দুই জায়কাই পরিবারের সদস্য। একই গ্রামে তারা থাকত।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলাকারী যুবকের নাম রিদভান জায়কাই। কালাশনিকভ রাইফেল হাতে তিনি দাদাদাদির বাড়িতে ঢোকেন। তাদের গুলি করে হত্যা করেন। এরপর চাচার পরিবারের দুইজনকে একইভাবে হত্যা করেন। সেখান থেকে ৩০ মিটার দূরে আরেক চাচার বাড়িতে যান। সেখানে অন্য চারজনকে গুলি করে মেরে ফেলেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর রিদভান ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। সশস্ত্র যুবক অত্যন্ত বিপজ্জনক বলে জানিয়েছে পুলিশ।

আলবেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ফাতমির সাফাই ঘটনাস্থলে গেছেন। তিনি পুলিশের অভিযান তদারকি করবেন।