বেতন না পেলে বিমান চালাবেন না পাইলটরা

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ১৬:৫৫

সাহস ডেস্ক

ঋণের ভারে এয়ার ইন্ডিয়া (এআই) সংস্থার বেসরকারি সংস্থার হাতে হস্তান্তর হয়ে যাওয়ার মতো অবস্থা। এরমধ্যেই খোদ পাইলটরাই কর্তৃপক্ষকে বিমান চালাবেন না বলে হুমকি দিয়ে বসলেন।

পাইলটদের দাবি, পুরো বেতন না দেওয়া হলে তারা বিমান চালাবেন না।

গত ১৪ আগস্ট (মঙ্গলবার) সংস্থার কর্মীদের জুলাই মাসের বেতনের ‘বেসিক পে’ হয়েছে। কিন্তু পাইলটদের ক্ষেত্রে সেই ‘বেসিক পে’র পরিমাণ মূল বেতনের ৩০ শতাংশ। আর সেজন্যই পাইলট মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে।

পাইলট সংগঠন থেকে এয়ার ইন্ডিয়া (এআই) কর্তৃপক্ষকে চিঠি লিখে জানানো হয়েছে, ‘পাইলটসহ এয়ার ইন্ডিয়ার সব কর্মীরই বেতন হয়েছে। আপনারা জানেন যে অন্যান্য কর্মীদের তুলনায় পাইলটদের ক্ষেত্রে মোট বেতনের ৩০ শতাংশই বেসিক ‘পে’র মধ্যে পড়ে। সেক্ষেত্রে প্রত্যেক মাসেই অন্যান্য কর্মীদের তুলনায় আমরা বঞ্চিত হচ্ছি। আশা করছি এ ব্যাপারে কর্তৃপক্ষ যথার্থ সিদ্ধান্ত নেবেন। তবে আমাদের যদি পুরো বেতন না দেওয়া হয়, তাহলে আমরা আর বিমান পরিষেবা আর দিতে পারব না।’

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত