তুরস্কে মার্কিন দূতাবাসে গুলি

প্রকাশ : ২০ আগস্ট ২০১৮, ১৫:০৫

সাহস ডেস্ক

তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন দূতাবাসে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২০ আগস্ট) স্থানীয় সময় ভোর ৫টায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

পুলিশ জানায়, ভোর ৫টার দিকে হঠাৎ করে একদল হামলাকারী একটি গাড়িতে করে এসে দূতাবাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে দ্রুত পালিয়ে যায়।

এ হামলায় দূতাবাসের এক নিরাপত্তাকর্মীর কক্ষের একটি জানালা কাঁচ ভাঙ্গা ছাড়া আর কোনো ক্ষতি হয়নি বলে জানান এক পুলিশ কর্মকর্তা।

সংবাদসংস্থা সিএনএনকে দেয়া এক বক্তব্যে তুরস্কের এক পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারীরা সংখ্যা কমপক্ষে ৫ জন হবে। তাদেরকে খুঁজে বের করতে ইতিমধ্যে একটি পুলিশ টিম কাজ করছে।

এ ঘটনার সময় ঈদ উল আযহা উপলক্ষ্যে মার্কিন দূতাবাস এক সপ্তাহের ছুটিতে ছিল বলে জানান তিনি।

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত