উ.কোরিয়ায় যৌথ মৈত্রী দপ্তর চালু করলো দুই কোরিয়া

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪২

সাহস ডেস্ক

উত্তর ও দক্ষিণ কোরিয়া কায়েসংয়ের নদার্ন নগরীতে শুক্রবার একটি যৌথ মৈত্রী দপ্তর চালু করেছে। আগামী সপ্তাহে প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের পিয়ংইয়ং সফরের প্রাক্কালে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তুলতে তারা এমন পদক্ষেপ নিলো। খবর এএফপি’র।

এক যৌথ প্রতিবেদনের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রী চো মিউং-গিওন এক অনুষ্ঠানে বলেন, ‘আজ এখানে ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। দক্ষিণ ও উত্তর কোরিয়ার যৌথভাবে নির্মিত আরেকটি শান্তির প্রতীক হচ্ছে এই মৈত্রী দপ্তর।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত