ইরাকের শিয়া মাজারে বোমা হামলায় নিহত ৩৫

প্রকাশ : ০৮ জুলাই ২০১৬, ১৬:০৪

সাহস ডেস্ক

ইরাকের শিয়া তীর্থস্থানে আত্মাঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। হামলার দ্বায় স্বীকার করেছে আইএস। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাইদ মোহাম্মদ বিন আল হাদির দরগায় প্রথম হামলা চালানো হয়।

একজন আত্মঘাতী হামলাকারী দরগার প্রবেশদ্বারে বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটনায়। এরপরই তীর্থযাত্রীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় কয়েকজন বন্দুকধারী। 

এদিকে, রবিবার (৩ জুলাই) এর হামলায় ইরাকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯২ জন। কারাদা জেলায় ঈদের আগে শিয়া মুসলমানদের লক্ষ্য করে ঐ হামলা চালানো হয়। সম্প্রতি আইএসের দখল থেকে একের পর এক এলাকা পুনর্দখল করছে ইরাকি বাহিনী। 

বিশ্লেষকদের ধারণা, একের পর এক এলাকা হাতছাড়া হওয়ায় বেসামরিক নাগরিকদের ওপর চড়াও হচ্ছে আইএস। 

এদিকে, অভিযোগ রয়েছে, বেসামরিক নাগরিকদের রক্ষায় তেমন কোন পদক্ষেপই নিচ্ছে না সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত