মদ্যপানের অভিযোগে দুই পাইলট বরখাস্ত

প্রকাশ : ১২ আগস্ট ২০১৬, ১৪:০৭

সাহস ডেস্ক

এয়ার ইন্ডিয়া এবং জেট এয়ারওয়েজের দুই জন পাইলটকে মদ্যপানের অভিযোগে চার বছরের জন্য বরখাস্ত করেছেন ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ তাদের পাইলটকে চাকরি থেকে অপসারণ করেছে। গত ৩ আগস্ট আবুধাবি থেকে চেন্নাইয়ে একটি ফ্লাইটে মদ্যপান করে ঐ পাইলট। এদিকে, এয়ার ইন্ডিয়ার একজন পাইলটকেও এক বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। ১০ আগস্ট শারজাহ থেকে চেন্নাইয়ের কোজিকড বিমানবন্দরে অবতরণের পর এয়ার ইন্ডিয়ার পাইলটের রক্তে অ্যালকোহলের উপস্থিতি পায় কর্তৃপক্ষ।

প্রথম বারের মতো ভারতে বিমান অবতরণের পর পাইলটদের শরীরে অ্যালকোহলের উপস্থিতি পরীক্ষা করা হলো। সাধারণত, বিমান উড্ডয়নের আগেই মদ্যপানের বিষয়টি পরীক্ষা করা হয়।

এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে ভারতের পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত