ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১০:২৭

সাহস ডেস্ক

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিমন পেরেজ তেল আবিবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ইসরাইলের গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার (২৮ সেপ্টেম্বর) দ্য হিন্দু, রয়টার্স, বিবিসি ও টেলিগ্রাফ এক খবরে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, দুই সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেরেজ। বুধবার ৯৩ বছর বয়সী এ রাজনীতিবিদের মৃত্যু হয়।

১৯৯৪ সালে ফিলিস্তিনের সঙ্গে শান্তিচুক্তির জন্য তিনি শান্তিতে নোবেল পান। উইজনিউ এলাকায় জন্মগ্রহণকারী পোলীয় বংশোদ্ভূত শিমন ২০০৭ থেকে ২০১৪ মেয়াদে ইসরায়েলের ৯ম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৬৬ বছরের বেশি রাজনৈতিক জীবনে তিনি দুইবার প্রধানমন্ত্রী ছিলেন। আরও দুইবার স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রীর দায়িত্বসহ ১২বার মন্ত্রীসভার সদস্য ছিলেন। নভেম্বর, ১৯৫৯ সালে নেসেটে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত