বিশ্বের সর্বোচ্চ ভবন নির্মাণের কাজ শুরু দুবাইয়ে

প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ১৪:০৪

সাহস ডেস্ক

আকাশচুম্বী ভবনের কাজ শুরু করেছে দুবাই। নির্মাণ শেষে এটাই হবে বিশ্বের সবচেয়ে উঁচু দালান যা বুর্জ খলিফার চেয়েও বড়। সোমবার (১০ অক্টোবর) এর নির্মান  কাজ শুরু হয়। 

বৃহত্তম ডেভোলপার কোম্পানি এমার প্রোপার্টিজ এই দালান নির্মাণের কাজ হাতে নিয়েছে।

নতুন দালানটি হবে বুর্জ খলিফার চেয়ে সামান্য বেশি উঁচু। বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার। তবে নব নির্মিত এই নতুন দালানের উচ্চতা কত হবে তা এখনো  জানানো হয়নি। দালানটিতে ঘূর্ণায়মান ব্যালকনি, ঝুলন্ত বাগান, হোটেল এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থাকবে বলে জানিয়েছে এমার প্রোপার্টিজ।

এমার প্রোপার্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আলাব্বার জানিয়েছেন, ২০২০ সালের মধ্যেই দালানের নির্মাণ কাজ শেষ হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত