পেরুতে ১০ হাজার ব‌্যাঙের মৃত‌্যু, তদন্ত শুরু

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৬, ১৫:৫৬

অনলাইন ডেস্ক

পেরুতে টিটিকাকা নামের প্রায় ১০ হাজার ব‌্যাঙ মারা গেছে। পেরুর দক্ষিণাঞ্চলে একটি নদীতে হঠাৎ এই ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত শুরু করছে দেশটির পরিবেশ সংস্থা। খবর- বিবিসি।

কোয়াটা নদীতে দূষণরোধে গঠিত কমিটি জানিয়েছে, পেরুর সরকার গুরুতর দূষণ সমস‌্যার সুরাহা করতে ব‌্যর্থ হয়েছে।

পানিতে বসবাসকারী টিটিকাকা নামের এই ব‌্যাঙের প্রজাতিটি শুধু পেরু ও বলিভিয়ার দূষণহীন পানির লেকগুলো এবং শাখা নদীতে পাওয়া যায়।

বার্তা সংস্থা বিবিসি বলছে, একটি পরিবেশবাদী আন্দোলনকারী গোষ্ঠী এ ঘটনার জন‌্য কোয়াটা নদীর দূষণকে দায়ী করেছে।

গোষ্ঠীটি দাবি করেছে, ওই অঞ্চলে নর্দমার পানি শোধণের জন‌্য প্ল‌্যান্ট স্থাপনের আবেদন উপেক্ষা করেছে সরকার।

আমরা মৃত ব‌্যাঙগুলো নিয়ে এসেছি- জানিয়ে আন্দোলনকারীদের নেতা মারুজা ইনকুইলা জানান, আমরা কীভাবে বেঁচে আছি কর্তৃপক্ষ তা বুঝতে পারে না। সমস‌্যাটি কত গুরুতর এই ব‌্যাপারে তাদের কোনো ধারণাই নেই। পরিস্থিতি খুবই ভয়ানক।

পেরুর জাতীয় বন ও বন‌্যপ্রাণী সেবা (সেফোর) কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে।

এক বিবৃতিতে সেফোর জানায়, ওই ঘটনার পর স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে ব‌্যাঙের নমুনা সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে ৩০ মাইলজুড়ে (নদী) ১০ হাজারেরও বেশি ব‌্যাঙ মারা গেছে।