চাঁপাইনবাবগঞ্জে ধান কাটা অনুষ্ঠান

প্রকাশ | ১২ মে ২০১৭, ১৩:২০

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নমুনা প্লটের ধান ‘ব্রি-ধান-৬৩’ কর্তন অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হুদা ধান কাটার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. জাহাঙ্গীর ফিরোজ, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ আকরাম, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, আহমেদ আবু আল আমিন, জেলা কৃষিবিদ ইনস্টিটিউশনের সহসাধারণ সম্পাদক রোকন উজ্জামান প্রমুখ।

কৃষক তহুরুল ইসলামের তিন বিঘা জমিতে এ বছরের ২০ জানুয়ারি এই নমুনা ধান রোপন করা হয়। এ ধানের জীবনকাল ১৪৮ দিন। ধানের রং সোনালী। দানা লম্বা ও চিকন। চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় প্রদর্শনী জমিতে বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট উদ্ভাবিত এই ধান চাষ করা হয়। ফলন পাওয়া গেছে হেক্টর প্রতি ৬.৯৩ মে.টন ( বিঘাতে প্রায় ২৩ মন)। যা সবদিক মিলিয়ে যথেষ্ট আশানরুপ।

চাষী পর্যায়ে এই ধানের বীজ সংরক্ষণ করে আশপাশ এলাকায় বিনিময় ও বিতরণের জন্য উৎসাহিত করছে কৃষি বিভাগ।