ফিরে আসছে ৪০ হাজার বছর আগের অবলুপ্ত ম্যামথ!

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৬

অনলাইন ডেস্ক

অবিশ্বাস্য মনে হলেও সত্যি সত্যি আবার ফিরে আসছে লোমশ বিশালদেহী হাতিরা।

হার্ভার্ডের একদল বিজ্ঞানীর দৌলতে জিনের কারিকুরিতে আসছে এই অবলুপ্ত ম্যামথেরা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এ জন্য তারা জিন-এডিটিং প্রযুক্তিকে কাজে লাগাচ্ছেন। হাতির ডিএনএ-র সঙ্গে পশমওয়ালা বিলুপ্ত ম্যামথের ডিএনএ-র সংমিশ্রণ ঘটিয়ে যে ম্যামথকে তারা ফিরিয়ে আনছেন, তার নাম দেওয়া হয়েছে ‘ম্যামোফ্যান্ট’।

চলতি সপ্তাহে বস্টনে অনুষ্ঠিত আমেরিকান অয়াসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের বার্ষিক সভায় এই পরিকল্পনার কথা ব্যক্ত করেন হার্ভার্ডের বিজ্ঞানীরা। তাদের দাবি, গোটা পরিকল্পনা রূপায়ণে বড় জোর দু-বছর সময় লাগবে। আগামী এক দশকের মধ্যে সদর্পে তারা ঘুরে বেড়াবে, ৪০ হাজার বছর আগে যেমনটি ছিল।

জানা গেছে, ২০১৫ সাল থেকেই ম্যামোফ্যান্ট তৈরির কাজ চলছে নিঃশব্দে। এর মধ্যে গবেষণাগারে বেশ কয়েকপ্রস্থ হাতির জিনে কারিকুরি হয়েছে।