রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী পালিত

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৫

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর জন্ম এবং ওয়াফাত দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নগরীর শিরোইল কলোনি বায়তুল মামুর জামে মসজিদ থেকে গাউছিয়া কমিটি মহানগর শাখার উদ্যোগে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দরগাপাড়া হযরত শাহ মখদুম (রা.) এর মাজারে শেষ হয়।

সেখানে মাজার জিয়ারত করে সমগ্র মুসলিম উম্মা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শিরোইল কলোনি বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম গাউছিয়া কমিটির সভাপতি মওলানা আতাউল মোস্তাফা কাদেরী।

অপরদিকে সকাল ৯টায় খানকায়ে গাওসুল আজম গাওসিয়া, তালীমে কোরআন তামাউয়াফি মাদ্রাসা, ইস্কে নবী ভক্তদের উদ্যোগে মহানগরীতে পৃথক জশনে জুলুসের শোভাযাত্রা বের করা হয়।

এছাড়া সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ সুফি ফাউন্ডেশনের উদ্যোগে নূরানী আনন্দ শোভাযাত্রা বের করা হয়। কেন্দ্রীয় শাহ মখদুম (রহ.) দরগা মসজিদে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।