আজ শেরপুর হানাদার মুক্ত দিবস

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৬, ১১:৫৫ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৭, ১১:৪৮

অনলাইন ডেস্ক

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনেই হানাদার মুক্ত হয় বগুড়ার শেরপুর উপজেলা। মুক্তিযোদ্ধারা তিন দিক থেকে আক্রমণ চালিয়ে শেরপুর উপজেলা থেকে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের বিতাড়িত করে।

বগুড়ার মুক্তিযোদ্ধারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সকাল ৯টায় মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়ার নেতৃত্বে সারিয়াকান্দি থেকে সড়ক পথে দু’ভাগে বিভক্ত হয়ে এবং ধুনট থেকে মুক্তিযোদ্ধা আকরাম হোসেন খানের নেতৃত্বে আরেক দল শেরপুর শহরে অবস্থানরত পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের ওপর একযোগে আক্রমণ চালান।

এক পর্যায়ে হানাদার বাহিনী ও তাদের দোসররা শহরের পাশে ঘোলাগাড়ী এলাকায় অবস্থান নিলে সেখানেও আক্রমণ চালান মুক্তিযোদ্ধারা এবং পুরো এলাকা নিয়ন্ত্রণে নেন।

এসময় বেশ কিছু স্বাধীনতাবিরোধী রাজাকাররা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে।

পরদিন ১৫ ডিসেম্বর পার্ক মাঠে (বর্তমানে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ) আমান উল্লাহ খানের নেতৃত্বে  স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলন করা হয়।