বিশ্বব্যাংকের বিরুদ্ধে ক্ষতিগ্রস্তরা মামলা করতে পারবেন : প্রধানমন্ত্রী

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪২

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিল এবং কানাডীয় আদালতে মামলা করার কারণে বিশ্বব্যাংকের বিরুদ্ধে ক্ষতিগ্রস্তরা মামলা করতে পারবেন।

বাসসের খবরে জানায়, ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে মিউনিখের একটি হোটেলে জার্মান আওয়ামী লীগের সংবর্ধনায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রবাসী ও আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, মিথ্যা অভিযোগ এনে মামলায় জড়ানোর চেষ্টা করায় ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে অবশ্যই মামলা করতে পারেন। এ সময় কানাডীয় আদালতের রায়ে ন্যায়বিচার পাওয়ায় তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানান।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক অনীল দাসগুপ্ত, এম এ গনি চৌধুরী, জার্মান আওয়ামী লীগ সভাপতি বশিরুল হক প্রমুখ।