নাইকো দুর্নীতি মামলায় খালেদার অভিযোগ শুনানি ১৪ মার্চ

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৮

অনলাইন ডেস্ক

নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ১৪ মার্চ ধার্য করেছেন আদালত। এ মামলার আসামি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ওইদিন আদালত হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।   
  
২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।  
  
খালেদার আইনজীবী মো.সানাউল্লাহ মিয়া জানান, ২৮ ফেব্রুয়ারি (মঙ্গললবার) অভিযোগ গঠনের শুনানির ধার্য দিন ছিল। সময় চেয়ে আবেদন করলে, আদালত তা মঞ্জুর করে ১৪ মার্চ পরবর্তী দিন ধার্য করেন।  
  
প্রসঙ্গত, কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে দুদকের সহকারি পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম এ মামলাটি করেন। এরপর ২০০৮ সালের ৫ মে মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারি পরিচালক এস এম সাহেদুর রহমান। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।