সরকার তৃণমূল মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে : ডেপুটি স্পিকার

প্রকাশ | ১৮ মার্চ ২০১৭, ১৮:৫২

ফরহাদ আকন্দ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, বর্তমান সরকার তৃণমূল মানুষের জীবন-জীবিকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু কতিপয় হীন মানসিকতার ব্যক্তিদের কারণে দেশের সাধারণ মানুষজনকে দুর্ভোগে পড়তে হয়।

শনিবার দুপুরে গাইবান্ধা থেকে সাঘাটা পর্যন্ত ২৯ কিলোমিটার সড়ক প্রস্তুতকরণের উদ্বোধনীকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সড়ক বিভাগের নির্বাহী প্র্রকৌশলী আসাদুজ্জামান আসাদ, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার ঘোষ, সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আ. মান্নান মন্ডল, সাঘাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাজমুল হুদা দুদু।

উল্লেখ্য, ২৪ ফুট প্রশস্ত সড়কটিতে ব্যয় হবে ৫৬ কোটি টাকা। আগামী বছরের জুন মাসের মধ্যে পুরো কাজটি সম্পন্ন হবে। তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান যৌথভাবে কাজটি বাস্তবায়ন করবে।