প্রধানমন্ত্রীর সফরে গুরুত্ব পাবে কানেকটিভিটি : হর্ষ বর্ধন

প্রকাশ | ২০ মার্চ ২০১৭, ১৯:২৮

অনলাইন ডেস্ক

ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাবে তা হলো কানেকটিভিটিভ। 

২০ মার্চ (সোমবার) বিকেলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বৈঠকে পররাষ্ট্রসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান শ্রিংলা।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নয়াদিল্লি সফরের প্রস্তুতি বেশ জোরেসোরে চলছে। এ কারণেই পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা। আলোচনায় কিছু সংযোজন ও বিয়োজন হচ্ছে। সফরের জন্য বেশ কিছু বিষয়ের অগ্রগতি হয়েছে।

ভারতের হাইকমিশনার বলেন, বিশেষ করে কানেকটিভিট হাইপ্রায়োরিটি। আমি এখনই কিছু বলতে চাই না, এসব ঠিক সময়ে প্রকাশ্য হবে। এ অগ্রগতি রেল, সড়ক এবং বিদ্যুৎ আদান-প্রদানে ও সংযোগ বাড়ানোর বিষয়ে হতে পারে।

এক প্রশ্নের উত্তরে শ্রিংলা বলেন, এ অঞ্চলে বিবিআইএন খুবই গুরুত্বপূর্ণ সম্ভাবনা হিসেবে দেখা দিয়েছে। এটি এ অঞ্চলে যুগান্তকারী ফলাফল বয়ে নিয়ে আসবে।