আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ২৩ মার্চ ২০১৭, ১৬:১০

অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর থেকে ‘আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্রের’ তিন বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গণমাধ্যমে র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ওই খুদেবার্তায় বলা হয়, ফেসবুক, ই-মেইলের মাধ্যমে প্রতারণা করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে ওই চক্র। তবে তাদের কখন গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বার্তায় কিছু জানানো হয়নি।

গত কয়েক দিনের অভিযানে বিদেশে পাচার, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপরাধচক্রের বেশ কয়েকজনকে আটক করেছে র‍্যাব। গতকালও আন্তর্জাতিক পাচারকারী চক্রের নয় সদস্যকে গ্রেপ্তারের দাবি করা হয় র‍্যাবের পক্ষ থেকে।