জঙ্গিবাদ বিষয়ে জাতিকে সতর্ক থাকার আহ্বান ভূমি মন্ত্রীর

প্রকাশ | ২৯ মার্চ ২০১৭, ১৮:১৭

পাবনা প্রতিনিধি

বেহেশতে যাওয়ার মিথ্যা প্রলোভন প্রদানকারী জঙ্গিদের থেকে জাতিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

বুধবার ঐতিহাসিক পাবনার মাধপুর দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ অনুষ্ঠান “শহীদদের স্মরণে” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

মাধপুরের বটতলায় ১৯৭১ সালের ২৯ মার্চ শামসুর রহমান শরীফ ডিলুর নেতৃত্বে পাকিস্তানি আর্মি প্রতিরোধের প্রথম সম্মুখ যুদ্ধে নিহত শহীদ হয়েছিলেন ১৭ জন মুক্তিযোদ্ধা।

আলোচনা সভায় ভূমিমন্ত্রী শরীফ বলেন, যারা জঙ্গিবাদ তৈরি করে এদেশের মানুষকে বিপথগামী করার অপচেষ্টা করছে, যারা বাংলা ভাই তৈরি করেছিলো, যারা বেহেশত পাওয়ার লোভ দেখিয়ে অল্প বয়সী ছেলে মেয়েদের আত্মাহুতি দিতে বাধ্য করছে, যারা এখনো দেশকে অস্থিতিশীল রাখতে চায়, তারা এখনো সংশোধন হয়নি।

মুক্তিযোদ্ধা সাজেদুল হক নিলুর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, ডেপুটি কমান্ডার আবদুল বাতেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, মুক্তিযোদ্ধা মো: রশীদুল্লাহ, ঈশ্বরদী মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা আবুল কাশেম বিশ্বাস, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সেলিম, ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, পাবনা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই ও পাবনা সদর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক।