ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীতে নিহতসহ আহত ১

প্রকাশ | ১৬ এপ্রিল ২০১৭, ১২:০৪

অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে নিহতসহ একজন আহত হয়েছেন। নিহতের নাম খোরশেদ আলম মানিক (৪৫)। এ সময় তার স্ত্রীও আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

১৫ এপ্রিল (শনিবার) দুপুরে উপজেলার কান্দাইল গ্রামে হঠাৎ কালবৈশাখী ঝড়ে বয়ে যায়। এতে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ১৫ এপ্রিল (শনিবার) দুপুরে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় ওঠে। এ সময় বাইরে থেকে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন খোরশেদ আলম। পথে কান্দাইলে বিজিবির ফাঁড়ির পাশে গাছ ও সোলার বিদ্যুতের টাওয়ার ভেঙে পড়ে। এ সময় গাছের নিচে চাপা পড়ে খোরশেদ আলমের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রীও গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে, সদর উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে চার শতাধিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে ফসলেরও ক্ষতি হয়। ঝড়ের বাতাসে গ্রামের বেশি ভাগ বাড়িঘর উড়ে গেছে।