লক্ষ্মীপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

প্রকাশ | ১৮ এপ্রিল ২০১৭, ১৩:৪৫

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা সোমবার সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এতে অতিরিক্তি জেলা প্রশাসক সার্বিক শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: জিল্লুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ, অধ্যাপক মাইন উদ্দিন পাঠান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার কাজল কান্তি দাস প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।