পুলিশি নির্যাতনে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু

প্রকাশ | ২৮ এপ্রিল ২০১৭, ১৩:০৩

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা শহরের মেহেদিবাগের মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (৭৫) আর নেই।

বৃহস্পতিবার ভোররাতে নিজ বাড়িতে তিনি মারা যান।

গত ৮ মার্চ রাতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে পুলিশ ও সন্ত্রাসী বাহিনী পিটিয়ে আহত করে। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এনিয়ে জেলাব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এরপর গত ১০ মার্চ মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে নির্যাতনের ঘটনায় সাতক্ষীরা সদর থানার এসআই রমজান আলিকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিন বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গ্রামের বাড়ি সদর উপজেলার কুশখালিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।