কেরানীগঞ্জে সমকামী সন্দেহে আটক ২৯

প্রকাশ | ১৯ মে ২০১৭, ১১:২৫

অনলাইন ডেস্ক

ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে সমকামী সন্দেহে ২৯ জন তরুণকে আটক করেছে র‍্যাব। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে তারা সমবেত হয়েছিল। এসময় তাদের কাছ থেকে নেশাজাতীয় দ্রব্য, যৌন উত্তেজক সামগ্রী পাওয়া গেছে বলে র‍্যাব জানিয়েছে।

আঁটিবাজার এলাকার ওই কমিউনিটি সেন্টার থেকে তাদেরকে ১৮ মে (বৃহস্পতিবার) রাত ৩টায় আটক করা হয়।

র‍্যাব ১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন বলেন, আটক যুবকদের র‍্যাব-১০ এর কেরানীগঞ্জ ক্যাম্পে আনা হয়েছে। এলাকাবাসী অনেক দিন ধরেই এই যুবকদের বিরুদ্ধে অভিযোগ করছিলেন। প্রায় দুই মাস পরপর তারা কমিউনিটি সেন্টারে সমবেত হন।

আটক সবার বয়স ২০ এর কাছাকাছি। বেশির ভাগই ছাত্র। দুই থেকে একজন অন্য পেশার।