রেইনট্রি কর্তৃপক্ষকে যেতেই হবে গোয়েন্দা কার্যালয়ে

প্রকাশ | ২২ মে ২০১৭, ১৯:০০

অনলাইন ডেস্ক

আলোচিত দ্য রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ মো. আদনান হারুনকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে হাজির হতেই হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে রাজধানীর বনানীর এই হোটেলে আটকে রেখে ধর্ষণ করা হয়েছিল।

পূর্ব নির্ধারিত মঙ্গলবারই(২৩ মে) শাহ মো. আদনানকে অধিদফতরে হাজির হতে হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান।

শুল্ক গোয়েন্দায় হাজিরের একদিন আগে সোমবার (২২মে) সকালে আদনানকে তলবের নোটিশের কার্যকারিতা স্থগিত করে আদেশ জারি করেছিলেন হাইকোর্ট।

এরপর দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেন।
আদালতে রেইনট্রি হোটেলের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।