ধর্মঘট প্রত্যাহারের পর হিলি স্থলবন্দরে পণ্য পরিবহন স্বাভাবিক

প্রকাশ | ২৩ মে ২০১৭, ১৪:২৪ | আপডেট: ২৩ মে ২০১৭, ১৪:৪০

হিলি প্রতিনিধি

দুই দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর থেকে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহণ পুনরায় শুরু হয়েছে। ৫২ ঘণ্টা পর মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ ট্রাক ও ট্যাংকলরি, কাভার্ডভ্যান, পিক-আপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিলে বন্দরের পণ্য পরিবহন পুনরায় শুরু হয়।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বেলা ১২টা থেকে বন্দরের অভ্যন্তরে দেশী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। সেই সাথে ট্রাকে মালামাল উঠা নামাও শুরু হয়েছে।

ট্রাক মালিক-শ্রমিকদের ডাকা দুই দিনের ধর্মঘটের কারণে বন্দরের ব্যবসায়ীরা প্রতিদিন কয়েক কোটি টাকার পণ্য কেনা-বেচা থেকে বঞ্চিত হয়েছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। সেই সাথে সরকারের রাজস্ব আদায়েও প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বলে জানান কাস্টমস কর্তৃপক্ষ।