‘৩৫ শতাংশ ট্যানারি সাভারে স্থানান্তরিত হয়েছে’

প্রকাশ | ১১ জুন ২০১৭, ১৬:০৯

অনলাইন ডেস্ক

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সাভারে ৩৫ শতাংশ ট্যানারি শিল্প স্থানান্তর করা হয়েছে, বাকি ৬৫ ভাগ ট্যানারি শিল্প স্থানান্তরের কার্যক্রম অব্যাহত রয়েছে।

১১ জুন (রবিবার) সংসদে জাতীয় পার্টির নূরুল ইসলাম মিলনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

শিল্পমন্ত্রী বলেন, হাজারীবাগে ট্যানারি শিল্পকারখানাগুলো সাভারে চামড়া শিল্পনগরীতে পুরোপুরি স্থানান্তরিত না হলেও বরাদ্দপ্রাপ্ত ১৫৪টি ট্যানারির মধ্যে এ পর্যন্ত, অর্থাৎ চলতি বছর ৩১ মে (বুধবার) পর্যন্ত ৫৫টি ট্যানারি শিল্প প্রতিষ্ঠান সাভারে চামড়া শিল্পনগরীতে ওয়েট ব্লু উৎপাদন কার্যক্রম আরম্ভ করেছে। শিগগিরই আরও কিছু ট্যানারি শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদন কার্যক্রম আরম্ভ করবে।

আমু বলেন, সাভারে চামড়া শিল্পনগরীতে পরিবেশ সম্মতভাবে চামড়া প্রক্রিয়াকরণ কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশে এই প্রথম ‘কমন অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি)’ স্থাপন করা হয়েছে এবং এর সঙ্গে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান (এসটিপি) ইনটিগ্রেটেড’ করে তৈরি করা হয়েছে।