ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

প্রকাশ | ২৪ জুন ২০১৭, ২০:০৭

তপু আহম্মেদ

ঈদ যতই এগিয়ে আসছে ততই বাড়ছে যানবাহনের চাপ। দেশের ব্যস্ততম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়লেও অনেকটাই স্বাভাবিক রয়েছে যান চলাচল। তবে এ মহাসড়কের কয়েকটি ক্রসিং পয়েন্টে থেমে থেমে গাড়ি চলায় সাময়িক ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।

শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের মির্জাপুরের গোড়াই থেকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত সড়কে যানজটের কোন দেখা মেলে নি। তবে মহাসড়কের এলেঙ্গা থেকে গুরুত্বপূর্ণ তিনটি লিংক রোড থাকায় সেই পয়েন্টগুলোতে বেশ কয়েকবার গাড়ি থেমে থেমে চলাচল করেছে।

এ মহাসড়কে উত্তরবঙ্গ ও বৃহত্তর ময়মনসিংহের অন্তত ২৪ জেলার যানবাহন চলাচল করছে।