সিরাজগঞ্জে ঈদগাহে সংঘর্ষে নিহত ২

প্রকাশ | ২৭ জুন ২০১৭, ১৩:১৭

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নলসন্ধ্যায় ঈদগাহে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন উল্লাপাড়ার নলসন্ধ্যার বাসিন্দা সামিউল ইসলাম লাল (২৭) ও খায়রুল ইসলাম শীতল (৩০)।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বিষয়টি জানিয়েছেন।

উল্লাপাড়া মডেল থানার সেকেন্ড অফিসার পবিত্র কুমার স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সলপ ইউনিয়নের নলসন্ধ্যায় দীর্ঘদিন ধরে তোফাজ্জল ও ময়নাল নামের দুই ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব চলছিল। সোমবার নলসন্ধ্যা কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ময়নুলের সমর্থকরা তোফাজ্জলের লোকদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে সামিউল ও খায়রুলকে প্রথমে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।