রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন জিয়াউদ্দিন (ভিডিও)

প্রকাশ | ০১ আগস্ট ২০১৭, ১৭:৩৪ | আপডেট: ০১ আগস্ট ২০১৭, ১৭:৩৭

অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সাবসেক্টর কমান্ডার ও আওয়ামী লীগ নেতা মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদকে আজ মঙ্গলবার (১ আগস্ট) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শহরের পাড়েরহাট সড়কের পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে জিয়াউদ্দিন আহমেদকে শায়িত করা হয়। এ সময় যশোর সেনানিবাসের মেজর মো. আলমগীর ইকবাল খানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গার্ড অব অনার দেয়। এরপর ব্রিগেডিয়ার জেনারেল মাইনুল রহমান জিয়াউদ্দিনের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরিবারের সদস্যদের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করেন। 

এর আগে সকাল সাড়ে ১০টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হয়।

শুক্রবার (২৮ জুলাই) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিয়াউদ্দিন। সোমবার (৩১ জুলাই) বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে জিয়াউদ্দিনের জানাজা অনুষ্ঠিত হয়।

ভিডিও: সাংবাদিক মশিউর রাহাত এর সৌজন্যে