ডিমলায় বিলুপ্ত ছিটমহলে মুক্তির দ্বিতীয় বছর পালন

প্রকাশ | ০২ আগস্ট ২০১৭, ১৮:১৭

নীলফামারীর ডিমলা উপজেলার বিলুপ্ত চার ছিটমহলে দিনব্যাপী নানান কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে মুক্তির দ্বিতীয় বছরপূর্তি।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে পশ্চিম খড়িবাড়ি শহীদস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে শুরু হয় দিনের আনুষ্টানিকতা। দুপুরের দিকে সেখান থেকে একটি আনন্দ শোভাযাত্রা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাক-প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় শহীদস্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়েন উদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা দেন গয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল মুন, বিলুপ্ত ছিটমহল ২৮ নম্বর বড়খানকি গ্রামের সভাপতি ফরহাদ হোসেন, ২৯ নম্বর বড়খানকি খারিজা গিদালদহ গ্রামের সভাপতি মিজানুর রহমান, ৩০ নম্বর বড় খানকি খারিজা গিতালদহ গ্রামের সভাপতি আব্দুল খালেক এবং ৩১ নম্বর নগরজিগাবাড়ি গ্রামের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে বিকেলে সেখানে ক্রীড়া প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।