বিচারকদের চাকরিবিধি : দুই সপ্তাহের জন্য মুলতবি

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৭, ১১:০২

অনলাইন ডেস্ক

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট শুনানি আগামী দুই সপ্তাহের জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ। এর ফলে সরকার এ গেজেট প্রকাশ করতে আরো ১৫ দিন সময় পেল।

আজ রবিবার (৬ আগস্ট) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগে সময়ের আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আপিল বিভাগ তখন দুই সপ্তাহের সময় দিয়ে সরকারকে এ নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান।

দীর্ঘ সময় ধরে নানা টানাপড়েনের পর আইন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি খসড়া আপিল বিভাগে জমা দেয়। কিন্তু সেটি সুপ্রিম কোর্টের সুপারিশ অনুসারে হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন আপিল বিভাগ।

উল্লেখ্য, মাসদার হোসেন মামলার চূড়ান্ত শুনানি করে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ঐতিহাসিক এক রায় দেয়। ওই রায়ে আপিল বিভাগ বিসিএস (বিচার) ক্যাডারকে সংবিধান পরিপন্থি ও বাতিল ঘোষণা করে। একইসঙ্গে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করা হয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে ১২ দফা নির্দেশনা দেয় সর্বোচ্চ আদালত।