শ্যামনগরে সাপের কামড়ে ৪র্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু

প্রকাশ | ১২ আগস্ট ২০১৭, ১২:২৩ | আপডেট: ১২ আগস্ট ২০১৭, ১২:২৬

সাতক্ষীরা প্রতিনিধি

বিষধর সাপের কামড়ে সুপ্রভা মন্ডল (১২) নামে শিশু মারা গেছে।

শনিবার ভোর রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে ডান হাতের কনুইয়ের উপর কামড় দেয়। সুপ্রভা ৭৫নং নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিলেন।

তার বাবা সচ্চিদা নন্দ (অমল স্যার) জানান, সুপ্রভা সকালে ঘুম থেকে উঠে বলে পেট ব্যাথা করছে। দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।

ডাক্তার জানান, তার ডান হাতের কনুয়ের উপরে সাপের কামড়ের দাগ রয়েছে।

পারি বারিক সূত্রে আরো জানা যায়, গত শুক্রবার সুপ্রভার ঠাকুর মা (ভারতী মন্ডল) মারা যায়। দিনের বেলায় সৎকার শেষে রাতে সবাই ঘুমিয়ে পড়ে। শনিবার ভোর রাতে সাপের কামড়ে মেয়ের মৃত্যু হয়। প্রভাষক সচ্চিদা নন্দের মা ও মেয়ের মৃত্যুতে পরিবারের সকলের মধ্যে শোকের ছায়া নেমে আসে।