নারী নির্যাতনে অভিযোগে গ্রেপ্তার ১

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৭, ১১:৪৪

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের একটি হোটেল থেকে নারী নির্যাতনের অভিযোগে মীর ফয়সাল আহমেদ (৩০) নামে নভোএয়ারের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত মীর ফয়সাল নভোএয়ারের কাস্টমার সার্ভিস কর্মকর্তা।

তিনি বলেন, ফয়সাল তার এক সহকর্মীকে নিয়ে ১২ আগস্ট (শনিবার) দুপুরে ময়মনসিংহ শহরের হোটেল সিলভার ক্যাসেলের একটি কক্ষ ভাড়া নেন। বিষয়টি ফয়সালের স্ত্রী জানতে পেরে আত্মীয়স্বজন নিয়ে ওই হোটেলে হাজির হন। ফয়সাল এ সময় আত্মীয়দের সামনেই স্ত্রীর চুল ধরে টানাহেঁচড়াসহ মারধর করেন। এ ঘটনায় স্ত্রী তার বিরুদ্ধে নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেছেন।

ওসি কামরুল বলেন, মামলার পর আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আর তার সহকর্মী তরুণীকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

ফয়সালের স্ত্রীর অভিযোগ, ফয়সাল তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছেন। টাকা না দেওয়ায় ফয়সাল তার ওপর নির্যাতন চালাচ্ছিলেন।