বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে পানি সম্পদ মন্ত্রী

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৭, ১২:৪৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। খাদ্যের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

সোমবার দুপুর ১২টায় নীলফামারীর সৈয়দপুরের বন্যা কবলিত এলাকা ও ভেঙ্গে যাওয়া শহর রক্ষা বাঁধ পরিদর্শন কালে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

এসময় মন্ত্রীর সাথে বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ রহীম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পানি সম্পদ মন্ত্রী সৈয়দপুর শহর রক্ষা বাঁধটি পরিদর্শন করে বলেন, সবাইকে সচেতন থাকতে হবে। যাতে বাঁধে ইদুর বা কেউ কেটে দিতে না পারে।

তিনি বলেন, কয়েকদিনের বর্ষণে সৈয়দপুরের জনপদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি ভেঙ্গে যাওয়া বাঁধ দ্রুত নির্মাণের নির্দেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের। এর আগে মন্ত্রী সৈয়দপুর বিমানবন্দর থেকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান।