বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে: তারানা হালিম

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৭, ১৩:৩১

অনলাইন ডেস্ক

সাংস্কৃতিক জোটের সভাপতি এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আজ শনিবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে শোক দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন।

যেসব অপশক্তি বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে নানা প্রপাগাণ্ডা চালাচ্ছে তাদের শক্ত হাতে দমন করা হবে।
আমরা ভুলি নাই, ভুলব না- এ প্রতিপাদ্য নিয়ে শোক দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়। এতে সাংস্কৃতির অঙ্গনের বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিরা অংশ নেন।
তারানা হালিম বলেন, বঙ্গবন্ধুকে আমরা ভুলি নাই, ভুলব না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের অবশ্যই দেশে ফিরিয়ে আনা হবে।