‘ঈদ জামাতে চার স্তরের নিরাপত্তা’

প্রকাশ | ৩১ আগস্ট ২০১৭, ১৪:৪৪

অনলাইন ডেস্ক

ঈদুল আজহার জামাতকে ঘিরে চারস্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) জাতীয় ঈদগাহ ময়দান ও মাঠের নিরাপত্তা পরিদর্শন করে সাংবাদিকের তিনি বলেন, ঈদের দিন ঈদগাহে পর্যাপ্ত পরিমাণ পুলিশ, সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হবে। শুধুমাত্র জাতীয় ঈদগাহ নয় রাজধানীর অন্যান্য জামাতেও পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।

ঈদের সময় জঙ্গি হামলার কোনো হুমকি আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে আছাদুজ্জামান মিয়া বলেন, ১৫ আগস্ট পান্থপথের জঙ্গি নাশকতার কথা মাথায় রেখেই ঈদের সময় রাজধানীতে নিরাপত্তার বলয় তৈরি করা হবে।