‘শুক্রবার থেকে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করবে সেনাবাহিনী’

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৯

অনলাইন ডেস্ক

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের অবস্থান এখনো পরিষ্কার নয়।এ কারণে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গারা এখনো বাংলাদেশে আসছে।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দ্বিতীয় দফায় ১০৭ মেট্রিক টন ভারতীয় ত্রাণ বিতরণ কালে এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শুক্রবার থেকে সেনা বাহিনী পুরোদমে কাজ শুরু করবে। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকার সজাগ রয়েছে।’ 

এসময় ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা অরুন দ্যুতি রায়, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ কেন্দ্রিয়, কক্সবাজার জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওবায়দুল কাদের গত তিন ধরে আওয়ামী লীগের পক্ষে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করছেন।